Privacy Policy

আমাদের পরিচয়

আমাদের ওয়েবসাইট: https://tiktokshopbd.com

আমরা কী তথ্য সংগ্রহ করি?

  • মন্তব্যের তথ্য, আইপি ঠিকানা ও ব্রাউজার ডাটা (স্প্যাম শনাক্তকরণের জন্য)।

  • লগইন ও প্রোফাইল সংক্রান্ত তথ্য।

  • কুকিজ ব্যবহার করে লগইন তথ্য ও ওয়েবসাইট সেটিংস সংরক্ষণ করা হয়।

কুকিজ কীভাবে কাজ করে?

  • মন্তব্য করলে আপনার তথ্য এক বছর পর্যন্ত কুকিজ হিসেবে সংরক্ষিত থাকে।

  • লগইন করলে কুকিজ দুই দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষিত থাকে।

  • পোস্ট সম্পাদনা করলে একদিনের জন্য কুকি সংরক্ষিত হয়।

অন্যান্য ওয়েবসাইট থেকে এম্বেড করা কন্টেন্ট

  • আমাদের ওয়েবসাইটে এম্বেড করা ভিডিও বা ছবি আপনার তথ্য সংগ্রহ করতে পারে।

আমরা আপনার তথ্য কাদের সাথে শেয়ার করি?

  • পাসওয়ার্ড পুনরুদ্ধারের অনুরোধ করলে আপনার আইপি অন্তর্ভুক্ত হতে পারে।

আমরা কতদিন আপনার তথ্য সংরক্ষণ করি?

  • মন্তব্য ও অ্যাকাউন্টের তথ্য অনির্দিষ্টকালের জন্য সংরক্ষণ করা হয়।

  • ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য সম্পাদনা বা মুছতে পারেন।

আপনার তথ্যের ওপর আপনার অধিকার

  • আপনার ব্যক্তিগত তথ্যের অনুরোধ করতে বা মুছতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

WhatsApp us